৯ম শ্রেণির ১ম অধ্যায় (বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি) সমাধান - Class 9 Bangla chapter 1 Solution
- মাধ্যমিক ৯ম শ্রেণি
- বিষয়: বাংলা
- ১ম অধ্যায়: বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি।
Class Nine Bangla Solution chapter 1
১.১ মাধ্যম ও উপকরণের ব্যবহার
দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি। বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয়। মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণও নানা রকম হয়।
ক) যোগাযোগের মাধ্যম
নিচে যোগাযোগের তিনটি মাধ্যম দেখানো হলো। তুমি কী উদ্দেশ্যে, কার সঙ্গে এ ধরনের যোগাযোগ করে থাকো, তার একটি করে উদাহরণ দাও।
ছকসহ উত্তর/সমাধান:
বিস্তারিত সমাধান:
- প্রত্যক্ষ মাধ্যম
কী উদ্দেশ্যে, কার সঙ্গে যোগাযোগ করি
১) পরিবারের সার্বিক অবস্থা জানার জন্য মা-বাবার সাথে যোগাযোগ করে থাকি।
২) পড়াশোনার বিষয়ে শ্রেণি শিক্ষক, ক্লাসের সহপাঠীদের সাথে যোগাযোগ করে থাকি।
৩) আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশীদের খোঁজ-খবর নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করে থাকি।
৩) আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশীদের খোঁজ-খবর নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করে থাকি।
- লিখিত মাধ্যম
কী উদ্দেশ্যে, কার সঙ্গে যোগাযোগ করি
১) দূরবর্তী মানুষদের খোঁজর খবর নেওয়ার জন্য।
২) বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে/শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ।
৩) যেকোনো বিষয়ে সচেতনার জন্য পত্রিকায় বিজ্ঞাপন।
৪) এলাকার যেকোন প্রয়োজনে প্রশাসনিক কর্মকর্তার সাথে।
- যান্ত্রিক মাধ্যম
কী উদ্দেশ্যে, কার সঙ্গে যোগাযোগ করি
১) বিদেশে অবস্থানরত স্বজনদের খোঁজ-খবর নেওয়ার জন্য।
২) চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ।
৩) প্রতিকূল পরিবেশে ক্লাস করার জন্য শিক্ষকের সাথে যোগাযোগ।
৪) সহপাঠীদের কাছ থেকে ক্লাসের পড়া জানার জন্য, তাদের অসুস্থতায় তাদের খোঁজ-খবর নেওয়ার জন্য।
খ) যোগাযোগের উপকরণ
নিচে যোগাযোগের মাধ্যম এবং এই মাধ্যমে যেসব উপকরণের ব্যবহার হয়, তা দেখানো হলো। এর মধ্যে যেসব উপকরণ তুমি ব্যবহার করো, তা ডানের কলামে লেখো।
ছকসহ উত্তর/সমাধান:
বিস্তারিত সমাধান:
- প্রত্যক্ষ মাধ্যম
কোন কোন উপকরণ ব্যবহার করি।
বাক্সতঙ্গ, কান, হাত, আঙ্গুল, চোখ, ইশারা, সংকেত ইত্যাদি।
- লিখিত মাধ্যম
কোন কোন উপকরণ ব্যবহার করি।
কাগজ, কলম, পেন্সিল, ব্ল্যাকবোর্ড, (শহরের শিক্ষার্থীরা হোয়াইট বোর্ড) দেয়াল পত্রিকা ও ছবি ইত্যাদি।
- যান্ত্রিক মাধ্যম
কোন কোন উপকরণ ব্যবহার করি।
মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউডস্পিকার, মাইক, হেডফোন, রেডিও, টেলিভিশন, অডিও রেকর্ডার, ক্যামেরা, স্ক্যানার।
যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি?
যোগাযোগের মাধ্যম ও উপকরণ:
যোগাযোগ মানেই দুই জন বা আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাব বিনিময়ের একটি প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় আমরা প্রধানত দুটি কাজ করি: নিজের চিন্তা-অনুভূতি-চাহিদা প্রকাশ করি এবং অন্যের চিন্তা-অনুভূতি-চাহিদা বোঝার চেষ্টা করি।
এসব কাজের জন্য আমরা যেসব উপায় অবলম্বন করি, সেগুলোকে বলে যোগাযোগের মাধ্যম। নিচে যোগাযোগের তিনটি মাধ্যম উল্লেখ করা হলো:
১. প্রত্যক্ষ মাধ্যম: প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে এক পক্ষ বলে এবং অন্য পক্ষ শোনে। এক্ষেত্রে গলার স্বর, কথার সুর, ইশারা, অঙ্গভঙ্গি, তাকানোর ধরন ইত্যাদি দিকগুলো গুরুত্বপূর্ণ।
২. লিখিত মাধ্যম: লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে লেখা ও পড়ার কাজটিই মুখ্য। এ ধরনের যোগাযোগের নমুনা: চিঠিপত্র, সাহিত্য, নোটিশ, ব্যানার, মোড়ক, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড, সাইনবোর্ড, প্রতিবেদন, অ্যাসাইনমেন্ট, পত্রপত্রিকা, ছবি ইত্যাদি।
৩. যান্ত্রিক মাধ্যম: যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার হয়। এ ধরনের যোগাযোগের নমুনা: এসএমএস, ই-মেইল, অনলাইন মিটিং, অডিও-ভিডিও কল, সিনেমা ইত্যাদি।
কখনো আমরা শুধু একটি মাধ্যমে যোগাযোগ করি, কখনো একইসঙ্গে একাধিক মাধ্যম ব্যবহারের প্রয়োজন হয়। যেমন, শ্রেণিকক্ষে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগের সময়ে একইসঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এবং লিখিত যোগাযোগ-দুটি মাধ্যমই ব্যবহার করা হয়।
ছক সহ উত্তর পেতে নিচের পিডিএফটি দেখে নিন।
২য় ও পরবর্তী সকল সেশনের কাজের ছকসহ উত্তর পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ঘুরে আসুন ধন্যবাদ। আগামিকাল বাকি উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ।